ময়মনসিংহের নান্দাইল উপজেলার বিভিন্ন স্থানে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে এক কেজি গাঁজাসহ তিন জনকে আটক করেছেন জেলা মাদক দ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতর। আটককৃতরা হল উপজেলার সিংরইল ইউনিয়নের আশ্রয়ন প্রকল্পের মো: হাকিম (৩৫), মো: সেকুল (৪০), রাজগাতি ইউনিয়নের বনাটি গ্রামের মোছা: হাসনা বেগম (৩৫)।
সোমবার (২৪ আগস্ট) সকাল ১০টায় নান্দাইল উপজেলা নির্বাহী কর্মকর্তা মো: এরশাদ উদ্দিন ও জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতরের পরিদর্শক চন্দন গোপাল সূরের যৌথ অভিযানে গাঁজাসহ তিনজনকে আটক করে।
আটককৃত তিনজনকে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে মোছা: হাসনা বেগমকে ৬ মাস ও ৫ হাজার টাকা অনাদায়ে ৭ দিন, মো: হাকিমকে ১৫ দিন ও ৫ হাজার টাকা জরিমানা অনাদায়ে ৭ দিন, মো: সেকুলকে ১ মাস ও ৫ হাজার টাকা জরিমানা অনাদায়ে ৭ দিন বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়। পরে উদ্ধারকৃত গাঁজা জনসম্মুখে পোড়ানো হয়।