সিংড়ায় বন্যার্তদের বিশুদ্ধ পানি দিল সেনাবাহিনী

নাটোরের সিংড়ায় বন্যা কবলিত এলাকার জনসাধারণের মধ্যে বিশুদ্ধ পানি সরবরাহ করেছে সেনাবাহিনী।

রোববার (২৩ আগস্ট) সিংড়া উপজেলার লালোর ইউনিয়ন পরিষদ কার্যালয়ে সকাল ১১টা থেকে বিকেল পর্যন্ত এ বিশুদ্ধ পানি সরবরাহ করা হয়।

স্থানীয় আশ্রয়কেন্দ্রে আশ্রিতসহ বন্যাকবলিত কয়েকশ’ মানুষ সেনাবাহিনীর সরবরাহকৃত পানি সংগ্রহ করেন।
সেনাবাহিনীর বগুড়া অঞ্চলের ১১ পদাতিক ডিভিশনের নির্দেশনায় এবং ১৭ প্যারা পদাতিক ব্যাটালিয়নের ব্যবস্থাপনায় ৪ ইঞ্জিনিয়ার ব্যাটালিয়নের পরিচালনায় এ বিশুদ্ধ পানি সরবরাহ করা হয়।

দিনব্যাপী এ কার্যক্রমে ১৭ প্যারা পদাতিক ব্যাটালিয়নের মেজর কামরুল, ক্যাপ্টেন শাফায়াতসহ সেনাবাহিনীর সদস্যরা অংশ নেন। এছাড়া পানি সরবরাহ কার্যক্রম চলার সময় স্থানীয় ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান নজরুল ইসলাম উপস্থিত ছিলেন।

Share this post

scroll to top