খাগড়াছড়ির পানছড়ি উপজেলার পুজগাং বাজারে সন্ত্রাসীদের গুলিতে এক বাঙালি শ্রমিকসহ দুই অজ্ঞাত ব্যক্তি নিহত হওয়ার খবর পাওয়া গেছে।
আজ সোমবার ১২টার দিকে এ ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শীরা জানায়, সোমবার ১২টার দিকে ১০/১৫ জন পাহাড়ি সন্ত্রাসী পুজগাং বাজারে এসে এলোপাতাড়ি গুলি ছুড়ে। এ সময় এক বাঙালি নির্মাণ শ্রমিকসহ দুই অজ্ঞাত ব্যক্তি নিহত হয়। ঘটনার পর পুজগাং বাজারের দোকানপাট বন্ধ হয়ে গেছে। জনমনে বিরাজ করছে আতঙ্ক।
পানছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা নুরে আলম জানান, ঘটনার খবর শুনে সেখানে পুলিশ পাঠানো হয়েছে।