ভারত বাংলাদেশে পরীক্ষিত বন্ধু। যে কারণে করোনার মধ্যেও ভারতের পররাষ্ট্র সচিব হর্ষ বর্ধন শ্রিংলা ঢাকায় এসেছেন বলে মন্তব্য করেছেন জাতীয় সমাজতান্ত্রিক দল-জাসদ সভাপতি ও সাবেক তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু।
বুধবার (১৯ আগস্ট) সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি একথা বলেন।
হোটেল সোনারগাঁওয়ে ভারতের পররাষ্ট্র সচিব হর্ষ বর্ধন শ্রিংলার সঙ্গে বৈঠক করেন জাসদ সভাপতি ও সাবেক তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু।
বৈঠক শেষে সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি বলেন,
ভারত বাংলাদেশের পরীক্ষিত বন্ধু। ১৯৭১ সালের মুক্তিযুদ্ধের মধ্যে দিয়ে এই বন্ধুত্বের সূচনা হয়েছে। যে কারণে করোনার মধ্যেও ভারতের পররাষ্ট্র সচিব হর্ষ বর্ধন শ্রিংলা ঢাকায় এসেছেন।
ইনু বলেন, ভারতের পররাষ্ট্র সচিবের সঙ্গে বিভিন্ন বিষয়ে আলোচনা করেছি। আগামী দিনে ঢাকা-দিল্লির সম্পর্ক আরো গভীর হবে বলে আমরা আশা করছি।
প্রতিবেশী দেশগুলোর সঙ্গে সম্পর্ক জোরদারের লক্ষ্যে ১৮ আগস্ট ঢাকায় আসেন শ্রিংলা। ১৯ আগস্ট তিনি ঢাকা ত্যাগ করেন। ভারতের পররাষ্ট্র সচিব হওয়ার পর এটি ঢাকায় তার দ্বিতীয় সফর। এর আগে চলতি বছর ২ মার্চ দু’দিনের সফরে ঢাকায় এসেছিলেন তিনি।