১৯ আগস্ট : ইতিহাসে আজকের এই দিনে

আজ ১৯ আগস্ট ২০২০,বুধবার। ৪ ভাদ্র, ১৪২৭ বঙ্গাব্দ। গ্রেগরীয় বর্ষপঞ্জী অনুসারে বছরের ২৩১ তম (অধিবর্ষে ২৩২ তম) দিন। এক নজরে দেখে নিন ইতিহাসের এ দিনে ঘটে যাওয়া উল্লেখযোগ্য ঘটনা, বিশিষ্টজনের জন্ম-মৃত্যুদিনসহ গুরুত্বপূর্ণ আরও কিছু বিষয়।

ঘটনাবলি:

১৭৫৭ – কলকাতার পুরোনো টাকশাল থেকে ইস্ট ইন্ডিয়া কোম্পানি দিল্লির নবাবের নামাঙ্কিত প্রথম মুদ্রা প্রস্তুত করেন।
১৯১৬ – রুমানিয়া মিত্রশক্তিদের সাথে মৈত্রীচুক্তি স্বাক্ষর করে এবং পুরস্কারস্বরূপ তাকে বুকোভিনা (Bukovina), ত্রান্সিলভানিয়া (Transylvania) এবং বানাত (Banat) দেয়ার কথা বলা হয়।
১৯৩৯ – কলকাতায় মহাজাতি সদনের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন রবীন্দ্রনাথ ঠাকুর।
১৯৪০ – সোমালিল্যান্ড থেকে ব্রিটিশ সেনাবাহিনীকে বিতাড়িত করা হয়।
১৯৪৪ – প্যারিসে সশস্ত্র অভ্যুত্থানের সূচনা হয়।
১৯৯১ – গানাদি ইয়ানাউফের নেতৃত্বে সাবেক সোভিয়েত ইউনিয়নের সেনাবাহিনী সর্ব শেষ প্রেসিডেন্ট মিখাইল গর্ভাচেভের বিরুদ্ধে অভ্যুত্থান ঘটায়।

জন্ম:

১৬৩১ – ইংরেজ কবি জন ড্রাইডেন।
১৯৩৫ – সাহিত্যিক-চলচ্চিত্রকার জহির রায়হান।
১৮৭১ – বিমানের নকশা উদ্ভাবনকারী রাইট ভ্রাতৃদ্বয়ের অরভিল রাইট।
১৯৪৬ – মার্কিন যুক্তরাষ্ট্রের ৪২তম রাষ্ট্রপতি উইলিয়াম জেফারসন ক্লিনটন।
১৯৬৯ – মার্কিন অভিনেত ম্যাথু পেরি।

মৃত্যু:

১৯৩৬ – স্পেনীয় কবি ও নাট্যকার ফেদেরিকো গার্সিয়া লোরকা।
১৯৯৩ – খ্যাতনামা অভিনেতা ও নাট্যকার উৎপল দত্ত।

Share this post

scroll to top