করোনা: ভারতে একদিনে ৮৫৩ মৃত্যু

ভারতে গত ২৪ ঘণ্টায় ৫৪ হাজার ৭৩৫ জন কোভিড-১৯ রোগী শনাক্ত হয়েছে, যা একদিনে সর্বোচ্চ। এতে দেশটিতে এখন পর্যন্ত শনাক্ত রোগীর সংখ্যা দাঁড়ালো ১৭ লাখ ৫০ হাজার ৭২৩।

রোববার (২ আগস্ট) ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি এ তথ্য জানায়।

ভারতে গত ২৪ ঘণ্টায় করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে ৮৫৩ জন মারা গেছেন। এ নিয়ে দেশটিতে এ রোগে মারা গেছেন ৩৭ হাজার ৩৬৪ জন। তাছাড়া, এখন পর্যন্ত সুস্থ হয়েছেন ১১ লাখ ৪৫ হাজার ৬২৯ জন।

দেশটিতে গত এক সপ্তাহেরও ধরে দৈনিক ৪৫ হাজারেরও বেশি রোগী শনাক্ত হয়েছে। এর মধ্যে শনিবার (১ আগস্ট) রেকর্ড সর্বোচ্চ ৫৭ হাজার ১১৮ জন শনাক্ত হয়েছে।

করোনা ভাইরাসে সবচেয়ে বেশি আক্রান্ত রাজ্য মহারাষ্ট্র। এরপরই রয়েছে যথাক্রমে তামিলনাড়ু, অন্ধ্রপ্রদেশ, দিল্লি, কর্ণাটক, উত্তরপ্রদেশ, পশ্চিমবঙ্গ, তেলেঙ্গানা ও গুজরাট।

Share this post

scroll to top