ঢাকাWednesday , 29 July 2020
  1. Correspondent
  2. English News
  3. আজকের ময়মনসিংহ
  4. আদালত
  5. আন্তর্জাতিক সংবাদ
  6. ইসলাম ও জীবন
  7. এক্সক্লুসিভ ময়মনসিংহ
  8. করোনা আপডেট
  9. করোনায় সহযোগীতা
  10. খেলার সংবাদ
  11. চাকুরী
  12. ছবি গ্যালারী
  13. জাতীয় অহংকার
  14. জাতীয় নির্বাচন ২০১৮
  15. জাতীয় সংবাদ
আজকের সর্বশেষ সবখবর

ঈশ্বরগঞ্জে বন্যার্ত ৩০০ পরিবারের মাঝে ‘ঈদ উপহার’

Link Copied!

ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে ব্রহ্মপুত্র নদে বন্যার পানিতে গৃহবন্দি ৩০০ পরিবারের মাঝে প্রধানমন্ত্রীর উপহার হিসেবে ‘ঈদ সামগ্রী’ বিতরণ করা হয়েছে। বুধবার বিকেলে প্রশাসনের পক্ষ থেকে পানিবন্দি মানুষের মাঝে ওই খাদ্য সমাগ্রী বিতরণ করা হয়।

উপজেলার উচাখিলা ইউনিয়নের নতুনচর গ্রামের ৩০ হাজার মানুষ অন্তত ১৫ দিন ধরে পানিবন্দি জীবন যাপন করছে। বাড়ি ঘরে পানি প্রবাহ হওয়ায় কষ্টে দিন কাটছে নতুনচরের বাসিন্দাদের। এর মধ্যে দরজায় কড়া নাড়ছে ঈদ। বন্যার পানিতে ক্ষতিগ্রস্থ পরিবার গুলো ঈদ উদযাপনের জন্য ‘ঈদ উপহার’ বিতরণের উদ্যোগ নেয় প্রশাসন। দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তর থেকে প্রাপ্ত খাদ্য সহায়তা সামগ্রী বুধবার বিকেলে বিতরণ করা হয়। খাদ্য সামগ্রীর মধ্যে ছিল চাল, ডাল, চিড়া, লবণ, চিনি, নুডুস, তেল ও সাবান। একই সাথে জনস্বাস্থ্য অধিদপ্তর থেকে পানি বিশুদ্ধ করণ ট্যাবলেটও বিতরণ করা হয়।

পানিবন্দি মানুষের মাঝে ঈদ উপহার বিতরণের সময় উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান মাহমুদ হাসান সুমন, উপজেলা নির্বাহী অফিসার মো. জাকির হোসেন, সহকারী কমিশনার (ভূমি) সাঈদা পারভীন, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান একেএম ফরিদ উল্লাহ, স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. নূরুল হুদা খান, উপজেলা জাতীয় পার্টির সিনিয়র সহসভাপতি নূরুল ইসলাম খান সুরুজ, সিনিয়র মৎস্য কর্মকর্তা এএসএম সানোয়ার রাসেল, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোহাম্মদ শফিকুল ইসলাম, উচাখিলা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. শফিকুল ইসলাম, উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক জুনায়েদুল ইসলাম ভুঁইয়া সুমন প্রমুখ।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।