এতীম শিশুদের মাঝে পুষ্টিকর খাবার বিতরণ

Food distribution for the orphans (2)মাদ্রসা পড়ুয়া এতিম শিশুদের মাঝে উন্নতমানের খাবার বিতরণ করেছে স্বেচ্ছাসেবী সংগঠন ‘হেল্প ফর ডিপরাইভড্ ফাউন্ডেশন’। রবিবার বগুড়া জেলার রেজিয়া হাসান হাফেজিয়া মাদ্রাসায় এ খাবার বিতরণ করা হয়।

জানা গেছে, করোনা ভাইরাসের মহামারি শুরু হওয়ার পর থেকেই সারা দেশে কষ্টে থাকা নিম্নবিত্ত পরিবার এবং অনেক এতিমখানাসহ বিভিন্ন প্রতিষ্ঠানে খাবার বিতরণ করে আসছে। এরই ধারাবাহিকতায় বগুড়া জেলার রেজিয়া হাসান হাফেজিয়া মাদ্রাসা ও এতীমখানায় খাবার বিতরণ করে সংগঠনটি।

জানতে চাইলে হেল্প ফর ডিপরাইভড্ ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা ও সভাপতি মাহমুদুল হাসান ছোটন বলেন, করোনার এই সময়ে অনেকেই আর্থিক কষ্টে আছে, বিশেষ করে এতিমখানাগুলোতে খাদ্যসহ অন্যান্য সুযোগ সুবিধা থেকে বঞ্চিত হচ্ছে। আমরা সবসময় চেষ্টা করেছি সুবিধাবঞ্চিত ও এতিম শিশুদের পাশে দাঁড়ানোর, তাদের মুখে হাসি ফোটানোর। এরই ধারাবাহিকতায় বগুড়ায় পুষ্টিকর খাবার বিতরণ করি আমরা।

Share this post

scroll to top