করোনার ভয়ে কিশোরগঞ্জে পত্রিকা চলছে না-হকার-এজেন্টদের দুর্দিন চলছে

hokerকিশোরগঞ্জে করোনার প্রভাবে কর্মহীন হয়ে পড়া পত্রিকা হকার-এজেন্টদের চরম দুর্দিন চলছে। আগের মতো করে পত্রিকা বিক্রি না হওয়ায় অর্থের যোগান সম্পূর্ণ বন্ধ হয়ে গেছে। তাই পত্রিকার এজেন্টরাও এখন অন্য পেশায় ধাবিত হচ্ছেন।

কিশোরগঞ্জ জামিয়া বিল্ডিংয়ে অবস্থিত পত্রিকা ঘরের স্বত্বাধিকারী সাদেক মুকুল বলেন, ‘আমি গত ৩০ বছর যাবৎ পত্রিকার এজেন্সি পরিচালনা করে আসছি। করোনাকালে আমার ব্যবসায় ব্যাপক ক্ষতি হয়েছে। করোনা সংক্রমণের ভয়ে অধিকাংশ গ্রাহক পত্রিকা কেনা বন্ধ করে দিয়েছে। বকেয়া বিল পড়ে আছে, আদায় হচ্ছে না। এতে হকাররাও খুবই অসহায় হয়ে পড়েছে।’
তিনি আরও বলেন, ‘পত্রিকা ব্যবসা সীমিত করে এখন আমার ঘরে কাপড়ের ব্যবসা দিয়েছি।’

এদিকে পত্রিকার হকার ইব্রাহীম, সাত্তার, নাঈম, নজরুল বলেন, ‘কিশোরগঞ্জে আমরা অনেক হকার কাজ করি। করোনার ভয়ে মানুষ আর পত্রিকা কিনছে না। যেখানে ১০০টি পত্রিকা বিক্রি করতাম সেখানে ৫০টিও বিক্রি করতে পারছি না। তাই আয়-রোজগার না হওয়ায় পরিবার নিয়ে মানবেতর জীবনযাপন করছি।’

Share this post

scroll to top