ময়মনসিংহের ফুলপুরে বিএনপি নেতা রকিবুল হাসান সোহেলের মার্কেটে মঙ্গলবার দিবাগত রাত আনুমানিক ৩ ঘটিকার সময় আগুন লাগে। এতে প্রায় ২৫ টি দোকান পুড়ে ছাই হয়ে যায়।
আগুন লাগার খবর পেয়ে বাসস্ট্যান্ড মসজিদের মুয়াজ্জিন মাইকে আগুন নেভানোর ঘোষণা দেন। এতে মাইকের শব্দ শুনে ফুলপুর ফায়ার সার্ভিস, থানার পুলিশ সদস্যরা ও আশপাশের লোকজন দ্রুত ঘটনাস্থলে আসেন। থানা রোডের সাইড দিয়ে মার্কেটের ক্যাচি গেইটের তালা কেটে আগুন নেভানোর চেষ্টা চালানো হয়। দীর্ঘ সময় চেষ্টার পর পরিস্থিতি নিয়ন্ত্রণে আসছে না দেখে হালুয়াঘাট ফায়ার সার্ভিসকে খবর দেওয়া হয়। পরে ফুলপুর ও হালুয়াঘাট সার্ভিস এর চেষ্টায় প্রায় দের ঘন্টা পর আগুন নিয়ন্ত্রণে আসে। আগুন লাগার খবর পেয়ে সাড়ে ৬টার দিকে উপজেলা চেয়ারম্যান আতাউল করিম রাসেল, উপজেলা নির্বাহী অফিসার শীতেষ চন্দ্র সরকার, উপজেলা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক জেলা আওয়ামী লীগের সদস্য শাহ কুতুব চৌধুরী, ফুলপুর বাসস্ট্যান্ড ব্যবসায়ী সমিতির সভাপতি রাসেল আহম্মেদ রয়েল, সাধারণ সম্পাদক আওলাদ হোসেন প্রমুখ ঘটনাস্থল পরিদর্শন করেন।
মার্কেটের মালিক রকিবুল হাসান সোহেল ময়মনসিংহে থাকেন বিধায় তখনও তিনি ঘটনাস্থলে পৌঁছতে পারেননি। তবে মালিকপক্ষের ওয়াহিদুজ্জামান মিঠুন জানিয়েছেন, মার্কেটে প্রায় ৪৯টি দোকান রয়েছে। ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক আওলাদ বলেন, প্রায় ২৫ টি দোকান পুড়ে গেছে।
ফায়ার সার্ভিস কর্মকর্তা আব্দুল হালিম জানান, এখনই ক্ষয়ক্ষতির পরিমাণ বলা যাবে না।