সাহাবুদ্দিন হাসপাতালের এমডিসহ ৩ জন ৫ দিনের রিমান্ডে

করোনা পরীক্ষায় প্রতারণার অভিযোগে গুলশানের সাহাবুদ্দিন মেডিক্যাল কলেজ হাসপাতালের ব্যবস্থাপনা পরিচালক (এমডি)সহ ৩ জনের পাঁচ দিন করে রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।

মঙ্গলবার (২১ জুলাই) ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আশেক ইমাম এই আদেশ দেন।

রিমান্ডে যাওয়া আসামিরা হলেন, হাসপাতালের এমডি ফয়সাল আল ইসলাম, সহকারী পরিচালক আবুল হাসনাত ও ইনভেন্টরি অফিসার শাহরিজ কবির।

এর আগে, মামলার তদন্ত কর্মকর্তা গুলশান থানার এসআই মশিউর রহমান ৩ আসামিকে আদালতে হাজির করে ৭ দিনের রিমান্ড আবেদন করেন। আসামিপক্ষের আইনজীবীরা রিমান্ড বাতিল চেয়ে জামিন আবেদন করেন। রাষ্ট্রপক্ষ জামিনের বিরোধিতা করে।

উল্লেখ্য, গত ১৯ জুলাই দুপুরে সাহাবুদ্দিন মেডিক্যাল কলেজে হাসপাতালে অভিযান চালান র‌্যাবের ভ্রাম্যমাণ আদালত। অভিযানের সময় সহযোগিতা না করার অভিযোগে হাসপাতালের সহকারী পরিচালক ডা. মোহাম্মদ আবুল হাসনাত ও হাসপাতালের ইনভেন্টরি অফিসার শাহজির কবির সাদিককে আটক করেন র‌্যাব সদস‌্যরা। এরপর সোমবার (২০ জুলাই) রাতে র‌্যাব বাদী হয়ে হাসপাতালের এমডি ফয়সাল আল ইসলামসহ ৩ জনের বিরুদ্ধে মামলা দায়ের করে। ওই দিন রাতেই রাজধানীর একটি হোটেল থেকে ফয়সাল আল ইসলামকে গ্রেপ্তার করে র‌্যাব।

Share this post

scroll to top