উন্নত চিকিৎসার জন্য লন্ডনে যাওয়ার পরিকল্পনা করছেন জাতীয় দলের ওপেনার তামিম ইকবাল। চিকিৎসকের অ্যাপোয়েনমেন্ট পেলে তামিম দ্রুত লন্ডন যেতে পারেন। তামিমের পারিবারিক সূত্র থেকে এমনটাই জানা গেছে।
বেশ কিছুদিন ধরেই অন্ত্রে ব্যাথা অনুভব করছেন তামিম। ঢাকায় একাধিক টেস্ট করিয়েছেন। সেসবের মধ্যে রয়েছে সিটি স্ক্যানও। সব রিপোর্ট ভালো এসেছে। কিন্তু চিকিৎসকরা তার অসুস্থতা ধরতে পারেননি।
ঘনিষ্ঠ সূত্রে জানা গেছে, করোনা পরিস্থিতির কারণে হাসপাতালেও ভর্তি হতে পারছেন না তামিম। যদি হাসপাতালে ভর্তি হতে পারতেন তাহলেও কিছু একটা ব্যবস্থা করতে পারতেন। কিন্তু সেই সুযোগটিও এখন নেই। এজন্য লন্ডনে চিকিৎসকের শরণাপন্ন হওয়ার সিদ্ধান্ত নিয়েছেন জাতীয় দলের এই ওয়ানডে অধিনায়ক।
তামিম অ্যাপোয়েনমেন্টের অপেক্ষায় আছেন। গত একমাসে প্রায় তিনবার কঠিন ব্যাথা অনুভব করেছেন। হুট করে ব্যাথা বাড়ায় ঘাবড়ে যাচ্ছেন দেশসেরা ওপেনার।