টিউশন ফি কমানোর দাবিতে অভিভাবকদের মানববন্ধন

যতদিন স্কুল বন্ধ থেকে অনলাইনে ক্লাস চলবে, ততদিন ৫০ শতাংশ টিউশন ফি নেওয়াসহ চার দফা দাবি জানিয়েছে প্যারেন্টস ফোরাম অব মাস্টারমাইন্ড স্কুল।

শনিবার (১১ জুলাই) ধানমন্ডি মাস্টারমাইন্ড স্কুলের সামনে এক মানববন্ধনে এ দাবি জানানো হয়েছে।

মানববন্ধনে অভিভাবকরা জানান, করোনাভাইরাসের কারণে দেশের প্রায় সব নাগরিক অর্থ সংকটে পড়েছেন। করোনার প্রভাবে বিপর্যস্ত সবাই। শিক্ষা প্রতিষ্ঠান বন্ধের মধ্যে বেতন নিয়ে তৈরি হয়েছে জটিলতা। এর মধ্যে ইংলিশ মিডিয়াম স্কুলের বেতন অনেক বেশি। এরপরও এই মহামারিতে স্কুল বন্ধ থাকায় প্রতিষ্ঠানের খরচ কমেছে অর্ধেকেরও বেশি।

অভিভাবকদের দাবি হচ্ছে—মহামারির এই সময়ে ৫০ শতাংশ টিউশন ফি নিতে হবে। প্রতি বছর টিউশন ফি বাড়ানো বন্ধ করতে হবে। মানসম্মত অনলাইন ক্লাস নিশ্চিত করতে ছাত্র-শিক্ষকের মধ্যে নিয়মিত যোগাযোগ রাখতে হবে। প্রত্যেক সপ্তাহে ওয়ার্কশিট অনলাইনে আপ করতে হবে। করোনাকালে কোনও অভিভাবক স্কুলের বেতন সময়মত পরিশোধ করতে না পারলেও কারও অনলাইন ক্লাস বন্ধ করা যাবে না।

Share this post

scroll to top