রাজধানীতে ‘বন্দুকযুদ্ধে’ ২ ছিনতাইকারী নিহত

রাজধানীর কুড়িল বিশ্বরোডে ডিবি পুলিশের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ দুইজন নিহত হয়েছেন। তারা ছিনতাইকারী বলে জানিয়েছে পুলিশ।

নিহতদের একজনের বয়স ৪২, আরেকজনের বয়স ৪০ বলে জানা গেছে।

রোববার (০৫ জুলাই) রাত ২টার দিকে গুলিবিদ্ধ ওই দুইজনকে উদ্ধার করে ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালে নিয়ে যায় খিলক্ষেত থানা পুলিশ। এরপর রাত সোয়া ৩টার দিকে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।

খিলক্ষেত থানার উপ-পরিদর্শক (এসআই) মাহবুবুর রহমান বিষয়টি নিশ্চিত করে জানান, গুলিবিদ্ধ দুই জনকে ঢামেক হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে এলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। মরদেহ দুটি বর্তমানে হাসপাতালের মর্গে রাখা আছে।

Share this post

scroll to top