লক্ষ্মীপুরের রায়পুরে পাথরের কংকরবোঝাই ট্রাকের সঙ্গে পিকআপ ভ্যানের মুখোমুখি সংঘর্ষে দুই চালক নিহত হয়েছেন।
শনিবার (৪ জুলাই) ভোর রাতে রায়পুর-চাঁদপুর আঞ্চলিক সড়কের চৌধুরীপুল এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
বিষয়টি নিশ্চিত করেছেন রায়পুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তোতা মিয়া।
নিহতদের নাম জানা যায়নি। তবে তারা নারায়ণগঞ্জ ও মুন্সিগঞ্জের বাসিন্দা।
স্থানীয়দের বরাত দিয়ে ওসি তোতা মিয়া জানান, ভোরে চাঁদপুর থেকে ছেড়ে আসা কংকরবাহী ট্রাকের সঙ্গে রায়পুর থেকে আসা পিকআপের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে গাড়ি দুটি রাস্তার পাশের খালে পড়ে যায়। এসময় ঘটনাস্থলেই পিকআপ চালক (৩৮) মারা যান। ট্রাক চালককে (৪৫) উদ্ধার করে সদর হাসপাতালে নিলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
ওসি আরও জানান, নিহতদের পরিচয় জানা যায়নি। ময়নাতদন্তের জন্য মরদেহগুলো লক্ষ্মীপুর সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।