ময়মনসিংহের গফরগাঁও পৌর শহরের একটি পরিবারের পাঁচ সদস্য করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। তাঁদের মধ্যে এক শিশুও আছে। গতকাল শুক্রবার ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের পিসিআর ল্যাবের নমুনা পরীক্ষার ফল থেকে এ তথ্য জানা যায়।
গফরগাঁও উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কর্মকর্তা মো. মাঈন উদ্দিন খান বলেন, গফরগাঁও পৌর শহরের ওই পরিবারের একজন সদস্যের প্রথমে করোনাভাইরাস শনাক্ত হয়। পরে ওই ব্যক্তির সংস্পর্শে আসা পরিবারের আরও সাতজন সদস্যের নমুনা সংগ্রহ করে পরীক্ষা করা হয়। এতে পাঁচজন পজিটিভ হন।
এদিকে ময়মনসিংহ পিসিআর ল্যাবে শুক্রবার ৪৪৫টি নমুনা পরীক্ষায় ময়মনসিংহ বিভাগের মোট ৬৮ জনের দেহে করোনা শনাক্ত হয়েছে। তবে ট্যাকনিক্যাল সমস্যার কারণে জামালপুরের ল্যাব সাময়িকভাবে অচল থাকায় কোভিড-১৯ শনাক্ত করণ করতে পারছে না।
এদিকে ময়মনসিংহ জেলার ৬৩জনের মধ্যে সিটি কের্পারেশন এলাকা ও সদরের ৪৫ জন, গফরগাঁওয়ের ০৬জন, মুক্তাগাছার ০৩জন, ফুলবাড়ীয়ার ০৩জন, ঈশ্বরগঞ্জের ০২জন, হালুয়াঘাটের ০২জন, ভালুকার ১জন ও ফুলপুরের ০১জন। এছাড়া আরও ১২জনের ফলোআপ রিপোর্ট পজেটিভ এসেছে। যাদের মধ্যে সদরের ১গজন, ঈশ্বরগঞ্জের ১জন ও মুক্তাগাছার ১জন।
নেত্রকোনা জেলায় নতুন আক্রান্ত ৪জনের মধ্যে দুর্গাপুরেরই ৪জন, যাদের মধ্যে ২জন হলেন পল্লী বিদ্যুৎ অফিসের ষ্টাফ, আরেকজন দেশওয়ালীপাড়ার ও চকলেঙ্গুরার ১জন।
শেরপুর জেলার ০১জন নতুন শনাক্ত হয়। শেরপুরের নতুন আক্রান্ত ব্যক্তির বাড়ি শ্রীবরদী।