সৌদি আরবে আক্রান্তের সংখ্যা ২ লাখ ছাড়ালো

মহামারি করোনাভাইরাসে আক্রান্তের সংখ্যা ২ লাখ ছাড়িয়েছে সৌদি আরবে। শুক্রবার (৩ জুলাই) দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয় এমনটি জানিয়েছে। খবর আল জাজিরার।

এক সপ্তাহ আগে করোনাভাইরাসের প্রকোপের কারণে হজ বাতিল করেছে সৌদি আরব। এক সপ্তাহের মাথায় দেশটিতে আক্রান্তের সংখ্যা ২ লাখ ছাড়ালো। দেশটিতে এ পর্যন্ত ২ লাখ ১ হাজার ৮০১ জন আক্রান্ত হয়েছে। মারা গেছে ১ হাজার ৮০২ জন।

গেল ২৪ ঘণ্টায় সেখানে আক্রান্ত হয়েছে ৪ হাজার ১৯৩ জন। এ পর্যন্ত সেরে উঠেছে ১ লাখ ৪০ হাজার ৬১৪ জন।

বিশ্বব্যাপী করোনা আক্রান্তের সংখ্যা ১ কোটি ১১ লাখ ৭৯ হাজার ২৫৫ জন ছাড়িয়েছে। মৃতের সংখ্যা ছাড়িয়েছে ৫ লাখ ২৮ হাজার ৩৬৫ জন।

Share this post

scroll to top