ঢাকাSaturday , 4 July 2020
  1. Correspondent
  2. English News
  3. আজকের ময়মনসিংহ
  4. আদালত
  5. আন্তর্জাতিক সংবাদ
  6. ইসলাম ও জীবন
  7. এক্সক্লুসিভ ময়মনসিংহ
  8. করোনা আপডেট
  9. করোনায় সহযোগীতা
  10. খেলার সংবাদ
  11. চাকুরী
  12. ছবি গ্যালারী
  13. জাতীয় অহংকার
  14. জাতীয় নির্বাচন ২০১৮
  15. জাতীয় সংবাদ
আজকের সর্বশেষ সবখবর

ময়মনসিংহে নতুন ৬৮ জনের করোনা শনাক্ত : জামালপুরের ল্যাব অচল

Link Copied!

corona-updateময়মনসিংহ পিসিআর ল্যাবে শুক্রবার ৪৪৫টি নমুনা পরীক্ষায় ময়মনসিংহ বিভাগের মোট ৬৮ জনের দেহে করোনা শনাক্ত হয়েছে। তবে ট্যাকনিক্যাল সমস্যার কারণে জামালপুরের ল্যাব সাময়িকভাবে অচল থাকায় কোভিড-১৯ শনাক্ত করণ করতে পারছে না।

এদিকে ময়মনসিংহ জেলার ৬৩জনের মধ্যে সিটি কের্পারেশন এলাকা ও সদরের ৪৫ জন, গফরগাঁওয়ের ০৬জন, মুক্তাগাছার ০৩জন, ফুলবাড়ীয়ার ০৩জন, ঈশ্বরগঞ্জের ০২জন, হালুয়াঘাটের ০২জন, ভালুকার ১জন ও ফুলপুরের ০১জন। এছাড়া আরও ১২জনের ফলোআপ রিপোর্ট পজেটিভ এসেছে। যাদের মধ্যে সদরের ১গজন, ঈশ্বরগঞ্জের ১জন ও মুক্তাগাছার ১জন।

নেত্রকোনা জেলায় নতুন আক্রান্ত ৪জনের মধ্যে দুর্গাপুরেরই ৪জন, যাদের মধ্যে ২জন হলেন পল্লী বিদ্যুৎ অফিসের ষ্টাফ, আরেকজন দেশওয়ালীপাড়ার ও চকলেঙ্গুরার ১জন।

শেরপুর জেলার ০১জন নতুন শনাক্ত হয়। শেরপুরের নতুন আক্রান্ত ব্যক্তির বাড়ি শ্রীবরদী।

এব্যাপারে জামালপুর সিভিল সার্জন কার্যালয় সূত্রে জানা যায়, ট্যাকনিক্যাল সমস্যার কারণে জামালপুরের শেখ হাসিনা মেডিকেল কলেজের ল্যাবের কার্যক্রম সাময়িকভাবে সচল না থাকায় শুক্রবারের রিপোর্ট দেয়া সম্ভব হচ্ছে না। কি পরিমাণ নমুনা শনাক্তকরা হয়েছিল তাও নির্দিষ্ট করে বলতে পারেনি জামালপুর সিভিল সার্জন অফিস।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।