ময়মনসিংহের ভালুকায় ঘুমন্ত অবস্থায় ফ্যাক্টরির ভেতর কাপড়ের গাইডচাপায় রিমন ওরফে যুবরাজ (২২) নামে এক শ্রমিকের মর্মান্তিক মৃত্যু হয়েছে।
ঘটনাটি ঘটেছে সোমবার রাতে ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক সংলগ্ন উপজেলার ধামশুর গ্রামে অবস্থিত আরটি ডায়িং কম্পোজিং ফ্যাক্টরির ভেতর। পুলিশ নিহতের লাশটি উদ্ধার করে মর্গে পাঠিয়েছে।
স্থানীয় সূত্রে জানা যায়, সোমবার রাতে প্রতিদিনকার মতো ফ্যাক্টরির ডায়িং সেকশনের শ্রমিক ভালুকা উপজেলার মামারিশপুর গ্রামের নুর হোসেনের ছেলে রিমন ওরফে যুবরাজ ডিউটি শেষে ঘুমাতে যান। রাতের কোনো এক সময় ঘুমন্ত অবস্থায় পাশে থাকা কাপড়ের গাইডটি তার উপর চাপা পড়ে ঘটনাস্থলেই মারা যান তিনি। আজ মঙ্গলবার সকালে ফ্যাক্টরির শ্রমিকরা খোঁজ পেয়ে ঘটনাটি কর্তৃপক্ষকে জানালে পুলিশে খবর দেয়া হয়। পরে ভালুকা মডেল থানা পুলিশ নিহতের লাশটি উদ্ধার করে ময়না তদন্তের জন্য ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতাল মর্গে পাঠায়।
ফ্যাক্টরির অ্যাডমিন ম্যানেজার আল আমীন জানান, নিহত শ্রমিক প্রতিদিন রাতে কাপড়ের রুলের মাঝে ফাঁকা স্থানে ঘুমাতো। কাপড়ের রুল তার উপর পড়ায় চাপা খেয়ে সে মারা গেছে।