চুয়াডাঙ্গায় ২ ইউপি চেয়ারম্যান বহিষ্কার

প্রধানমন্ত্রীর দেওয়া দরিদ্রদের ঘর বরাদ্দে অনিয়ম করায় চুয়াডাঙ্গার জীবননগর উপজেলার দুইজন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এবং এক সদস্যকে তাদের পদ থেকে সাময়িক বহিষ্কার করা হয়েছে।

বুধবার (১ জুলাই) দিবাগত রাতে জীবননগর উপজেলা নির্বাহী অফিসার এস এম মুনিম লিংকন বিষয়টি নিশ্চিত করেন।

প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রতিশ্রতি অনুযায়ী ‘জমি আছে, ঘর নাই’- এমন অসহায় মানুষকে বিনামূল্যে ঘর দেওয়ার কথা। কিন্তু সেখানে অর্থের বিনিময়ে ঘর বরাদ্দের অভিযোগে উপজেলার বাঁকা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুল কাদের প্রধান, হাসাদহ ইউনিয়ন পরিষদর চেয়ারম্যান রবিউল ইসলাম এবং সদস্য আশরাফুল ইসলাম শ্যামলকে সাময়িক বহিষ্কার করেছে স্থানীয় সরকার মন্ত্রণালয়।

একই সঙ্গে আগামী ১০ কার্যদিবসের মধ্যে কেন তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে না তার জবাব দিতে বলা হয়েছে।

Share this post

scroll to top