মেয়ে হত্যা মামলায় কারাবন্দি বাবার মৃত্যু

লক্ষ্মীপুরে প্রতিপক্ষকে ফাঁসাতে দেড় বছর বয়সী শিশুকন্যা ফারহানা আক্তার রাহিমাকে হত্যা মামলায় জেলহাজতে থাকা আসামি ফয়েজ আহাম্মদ মনু মারা গেছেন।

মঙ্গলবার (৩০ জুন) দুপুরে লক্ষ্মীপুর জেলা কারাগারের জেলার সাখাওয়াত হোসেন মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেন।

তিনি জানান, নিজ মেয়ে হত্যা মামলার আসামি ফয়েজের সোমবার (২৯ জুন) রাতে বুকে ব্যথা উঠলে তাকে জেলা সদর হাসপাতালে নিয়ে যাওয়া হয়। চিকিৎসাধীন অবস্থায় হাসপাতালেই তিনি মারা যান। ময়নাতদন্ত ও আইনি প্রক্রিয়া শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।

আসামি ফয়েজ সদর উপজেলার চন্দ্রগঞ্জ ইউনিয়নের পূর্ব রাজাপুর গ্রামের মৃত খোরশেদ আলমের ছেলে।

গত ৫ মে ফয়েজ তার মেয়ে রাহিমাকে খুজে পাচ্ছেন না জানিয়ে সদর থানায় ডায়েরি করেন। ৯ মে শিশুটির অর্ধগলিত লাশ উদ্ধার করে পুলিশ।

১১ মে পুলিশ নিজ মেয়েকে হত্যার অভিযোগে ফয়েজকে গ্রেপ্তার করে। একইদিন দুপুরে লক্ষ্মীপুর সিনিয়র জুডিসিশাল ম্যাজিস্ট্রেট আদালতে খুনের দায় স্বীকার করে জবানবন্দি দেন ফয়েজ।

Share this post

scroll to top