কাটা গাছ মাথায় পড়ে ময়মনসিংহের শ্রমিকের মৃত্যু

কাটা গাছটাঙ্গাইলের সখীপুরে গাছ কাটতে গিয়ে মাথার ওপর গাছ পড়ে ময়মনসিংহের ফুলবাড়িয়া উপজেলার আনুহাদী গ্রামের রাজা মামুদের ছেলে  শ্রমিক লাল মিয়ার (৪৫) মৃত্যু হয়েছে। নিবার বিকেলে পৌরসভার ৮ নম্বর ওয়ার্ডের কলেজ মোড় এলাকায় এ ঘটনা ঘটে। এ ব্যাপারে নিহত লাল মিয়ার ছেলে সাজ্জাত হোসেন শনিবার সন্ধ্যায় বাদী হয়ে সখীপুর থানায় অপমৃত্যু মামলা করেছেন।

সখীপুর থানার উপপরিদর্শক (এসআই) সিরাজুল ইসলাম জানান, সখীপুর পৌরসভার ৮ নম্বর ওয়ার্ডের কলেজ মোড় এলাকার কাঠ ব্যবসায়ী হাফিজ উদ্দিন গাছ কাটার জন্য নিহত লাল মিয়াসহ চারজন শ্রমিককে দৈনিক মজুরিতে নিয়োগ করেছিলেন। শনিবার বিকেলে বড় একটি আকাশমণিগাছ কাটা শেষ হলে গাছের ওপর রশি বেঁধে টান দেওয়া হয়। লাল মিয়া রশি টান দিয়ে দৌড় দিলে গাছটি তাঁর মাথার ওপর পড়ে যায়। ঘটনাস্থলে থাকা লোকজন লাল মিয়াকে উদ্ধার করে সখীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আনার পথে তাঁর মৃত্যু হয়।

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের উপসহকারী কমিউনিটি চিকিৎসা কর্মকর্তা ফরিদ হোসেন শনিবার সন্ধ্যায় বলেন, হাসপাতালে আনার আগেই ওই ব্যক্তির মৃত্যু হয়।

সখীপুর থানার দ্বিতীয় কর্মকর্তা বদিউজ্জামান বলেন, নিহত লাল মিয়ার পরিবার থেকে কোনো অভিযোগ না থাকায় ময়নাতদন্ত ছাড়া লাশ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।

Share this post

scroll to top