ময়মনসিংহের গফরগাঁওয়ে শুক্রবার মাঝরাতের আষাঢ়ে ঝড়ো হাওয়ায় গাছ উপড়ে থানার সীমানা প্রাচীর ও ইসলামিয়া মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ক্ষতি এবং পৌর শহরের একাংশের বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন হয়ে যায়।
জানা যায়, শুক্রবার রাত ১২টার দিকে বৃষ্টির সাথে তীব্র ঝড়ো হাওয়া শুরু হয়। এ সময় গফরগাঁও থানার সীমানায় থাকা একটি বড় রেইন্ট্রি কড়ই গাছ উপড়ে সীমানা প্রাচীর ভেঙে পাশের রাস্তা, ১১হাজার কেবি বিদ্যুৎ লাইন ও ইসলামিয়া সরকারি মডেল প্রাথমিক বিদ্যালয়ের টিনের চালায় পড়ে। এতে বিদ্যালয়টির কিছুটা ক্ষতি ও পৌর শহরের একাংশের বিদ্যুৎ বিচ্ছিন্ন হয়ে আছে। এ ছাড়া গাছের জন্য গফরগাঁও টু বরমী রাস্তায় বড় গাড়ি চলাচল বন্ধ রয়েছে।
যেহেতু সরকারি গাছ তাই উর্ধ্বতন কর্তৃপক্ষের সাথে কথা বলে দ্রুত পদক্ষেপ নেওয়া হচ্ছে বলে জানান থানার অফিসার ইনচার্জ অনুকূল সরকার।