সংসদ সদস্য এনামুল হক করোনায় আক্রান্ত

নভেল করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন রাজশাহী-৪ (বাগমারা) আসনের সংসদ সদস্য এনা প্রপার্টিজের মালিক ইঞ্জিনিয়ার এনামুল হক।

বুধবার (২৪ জুন) দিবাগত রাতে তার শরীরে করোনাভাইরাস শনাক্ত হয়। রাতেই এনামুল হক তার ফেসবুক আইডিতে আক্রান্তের বিষয়ে স্ট্যাটাস দিয়েছেন।

স্ট্যাটাসে তিনি বলেন, ‘‘আজ (২৪ জুন) আমার করোনা পজিটিভ শনাক্ত হয়েছে। আপনারা কেউ বিচলিত হবেন না, আমি নিজ বাসায় থেকে সর্বোচ্চ সতর্কতার সঙ্গে চিকিৎসা নিচ্ছি।’’

তিনি জানান, তিনি সুস্থ আছেন এবং মানসিকভাবেও ভালো আছেন। সকালের দোয়ায় তিনি সুস্থ হবেন বলে আশাবাদ ব্যক্ত করেছেন।

এনামুল হকের ঘনিষ্ঠ বাগমারা উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আসাদুজ্জামান আসাদ বলেন, এনামুল হক বর্তমানে ঢাকায় অবস্থান করছেন এবং বাসায় থেকে চিকিৎসা নিচ্ছেন। তিনি সকলের কাছে দোয়া চেয়েছেন।

Share this post

scroll to top