ক্রিকেটে ম্যাচ টাই হয়ে গেলে জয়-পরাজয় নির্ধারণের দুর্দান্ত উপায় এখন সুপার ওভার। আর এর জনপ্রিয়তাও অসাধারণ। ক্রিকবাজের সঙ্গে অনলাইন আলোচনায় সঞ্চালক হার্শা ভোগলে টাইগার ক্রিকেটার সাকিব আল হাসানের কাছে জানতে চান সুপার ওভারে সুযোগ থাকলে তিনি বোলার হিসেবে কাকে বেছে নিতেন। আর ব্যাটিংয়ের জন্য কোন ব্যাটসম্যানকে নামাতেন।
তবে এক্ষেত্রে নয়জন অলরাউন্ডারের নাম ছুড়ে দেওয়া হয় সাকিবের জন্য। তবে সাকিবকে তাঁর পছন্দের বোলার আর ব্যাটসম্যান বেছে নিতে তেমন বেগ পেতে হয়নি। তিনি সুপার ওভারে বোলিংয়ের জন্য ক্যারিবিয়ান রহস্য স্পিনার সুনীল নারাইনকে বেছে নেন। আর ব্যাটসম্যান হিসেবে তাঁর পছন্দ ছিল, আন্দ্রে রাসেল, হার্দিক পান্ডিয়া ও বেন স্টোকস।
হার্শা ভোগলে সাকিবকে সুপার ওভারে ক্রিকেটার বেছে নেওয়ার ক্ষেত্রে প্রশ্ন করেন, ‘আমি আপনাকে ৯ জন অলরাউন্ডের তালিকা দিবো। যারা ক্রিকেটের অসাধারণ কিছু নাম। এখন আপনাকে সুপার ওভারে জন্য এই নয়জন থেকে দুইজন ব্যাটসম্যান ও একজন বোলারকে বেছে নিতে হবে। আপনি কাকে বেছে নিবেন?’
সাকিব বলেন, ‘সুপার ওভারে তিনজন ব্যাটসম্যানকে নেওয়ার সুযোগ থাকবে, তাই না? একজন আউট হয়ে গেলে অন্য একজন নামতে পারবে। তাই আমি তিনজন ব্যাটসম্যানকে বেছে নিচ্ছি। আর একজন বোলারকে নিবো বোলিংয়ের জন্য।’
সাকিবের সঙ্গে একমত পোষণ করে হার্শা আরেকটি শর্ত জুড়ে দিয়ে বলেন, ‘তবে আপনাকে মাথায় রাখতে হবে সুপার ওভারে আপনাকে আগে ব্যাট করতে হবে।’
সাকিব তখন জানান, ‘আচ্ছা আমি সেটা মাথায় রেখেই বলবো। সুনীল নারাইনকে আমি আমার সুপার ওভারের জন্য বোলিং করতে বেছে নিবো নিশ্চিতভাবে। আর ব্যাটিংয়ে আমি রাসেল আর হার্দিক পান্ডিয়াকে শুরুতে নিবো। আর আমার নাম্বার তিন ব্যাটসম্যান হবে বেন স্টোকস।’
‘আমি নারাইনকে নিয়েছি কারণ, আপনি যদি তাঁর সেরা সময়ের কথা বিবেচনা করেন, তাহলে সে কিন্তু আনপ্লেয়েবল বোলার। আমার যতদূর মনে পড়ে সিপিএলের কোনো এক ম্যাচে সে সুপার ওভারে মেডেন ওভারের পাশাপাশি তিন উইকেট তুলে নিয়েছিল। আসলে আপনি নারাইন ছাড়া অন্য কেউ এই কাজ করতে পারবে বলে ভাবতে পারবেন না।’
‘আর আমি পোলার্ড বা অন্য কাউকে ব্যাটিংয়ে নিতে পারতাম। তবে হার্দিক ও রাসেল যেভাবে প্রথম বল থেকে মারতে পারে, শুধু এইজন্য আমি তাদের বেছে নিয়েছি। আর স্টোকসকে আমি দারুণ পছন্দ করি। সে যেভাবে তাঁর খেলাটা খেলে থাকে। আসলে সে দারুণ এক চরিত্র।’