শ্বাসকষ্ট নিয়ে আবারো হাসপাতালে মাসুম আজিজ

জনপ্রিয় অভিনেতা মাসুম আজিজকে আবারো গুরুতর অবস্থায় হাসপাতালে ভর্তি করা হয়েছে।

আজ (২২ জুন) আবারো তার শ্বাসকষ্ট দেখা দিলে বিকাল ৪টার দিকে রাজধানীর শাহবাগের ইব্রাহিম কার্ডিয়াক হাসপাতালে ভর্তি করা হয়। তিনি এখন ডা. মাকসুমুল হকের তত্ত্বাবধানে রয়েছেন। বিষয়টি নিশ্চিত করেছেন সম্মিলিত সাংস্কৃতিক জোটের সভাপতি গোলাম কুদ্দুছ।

দুদিন আগে জনপ্রিয় এই অভিনেতার জ্বর ও শ্বাসকষ্ট দেখা দিলে রাজধানীর ল্যাবএইড হাসপাতালে ভর্তি করা হয়। গতকাল তার করোনা পরীক্ষা করা হয়। করোনা পরীক্ষার ফল নেগেটিভ আসে। এর পর চিকিৎসকের পরামর্শ অনুযায়ী তাকে বাসায় নিয়ে যাওয়া হয়।

আজ তার শারীরিক অবস্থার অবনতি হলে ইব্রাহিম কার্ডিয়াক হাসপাতালে নিয়ে যাওয়া হয়।

২০১৭ সালে মাসুম আজিজের হার্টে চারটি ব্লকে বাইপাস করা হয়। বর্তমানে তিনি বার্ধক্যজনিত সমস্যায়ও ভুগছেন বলে জানা গেছে।

মাসুম আজিজকে নিয়মিত টেলিভিশন ও চলচ্চিত্রের পর্দায় দেখা যায়। এছাড়া তিনি মঞ্চেও নিয়মিত কাজ করছেন। পাশাপাশি নাটক-চলচ্চিত্র নির্মাণ ও চিত্রনাট্য লিখছেন। তার পরিচালিত ‘সনাতন গল্প’ সিনেমার নির্মাণ কাজ শেষ হয়েছে। সিনেমাটির কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করেছেন শমী কায়সার, তৌকীর আহমেদ, নাজমা আনোয়ার, শহীদুল আলম সাচ্চু ও ফজলুর রহমান বাবু।

Share this post

scroll to top