ময়মনসিংহ মেডিকেল করেজের পিসিআর ল্যাবে ৭৫২টি নমুনা পরীক্ষায় ১৫৭ জনের কোভিড-১৯ শনাক্ত হয়েছে। এরমধ্যে ময়মনসিংহ জেলায় ১০৭ জন, নেত্রকোনা জেলায় ১৭ জন, শেরপুর জেলায় ১৯ জন এবং জামালপুর জেলায় ১৪ জন রয়েছেন।
ময়মনসিংহ সিভিল সার্জন ডা. এবিএম মসিউল আলম জানান, ময়মনসিংহ জেলায় আক্রান্ত ১০৭ জনের মধ্যে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতাল ও সদরের ১০০ জন, ভালুকার ৩ জন, ঈশ্বরগঞ্জের ২ জন, গফরগাঁওয়ের ১ জন ও ত্রিশালের ১ জন।
নেত্রকোনা জেলার ১৭ জনের মধ্যে সদরের ১৪ জন, আটপাড়ার ২ জন ও বারহাট্টার১ জন। জামালপুর জেলার ১৪ জনের মধ্যে সিভিল সার্জন অফিসের ১১ জন ও সদরের ৩ জন। শেরপুর জেলায় ১৯ জনের মধ্যে সদরের ৮ জন ও নালিতাবাড়ির ১১ জন।
এনিয়ে ময়মনসিংহ বিভাগে আক্রান্ত ২,৩৬৬ জনের মধ্যে ময়মনসিংহ জেলায় ১,৩১৫ জন, জামালপুর জেলায় ৪৫৪ জন, নেত্রকোনা জেলায় ৩৮৩ জন এবং শেরপুর জেলায় ২১১ জন।