ময়মনসিংহে করোনা ঝুঁকিতে ছাঁটাই আতঙ্ক নিয়ে কাজ করছে প্রায় ৩ লাখ পোশাক শ্রমিক

Bangladesh_garments workerময়মনসিংহ বিভাগে আশঙ্কাজনক হারে বাড়ছে করোনা আক্রান্তের সংখ্যা। এরই মাঝে করোনা ঝুঁকি এবং ছাটাই আতঙ্ক নিয়ে কাজ করছে দু’শতাধিক গার্মেন্টস কারখানার প্রায় তিন লাখ পোশাক শ্রমিক। বিনা কারণে ছাঁটাই না করার দাবি জানিয়েছেন শ্রমিকরা। স্বাস্থ্য সুরক্ষা নিশ্চিত করে শ্রমিকদের পাশে থাকার আশ্বাস দিয়েছে প্রশাসন।

ময়মনসিংহ জেলায় ছোট-বড় মিলিয়ে প্রায় দু’শতাধিক পোশাক কারখানা রয়েছে। এসব কারখানায় কাজ করছে প্রায় তিন লাখ শ্রমিক। করোনা মহামারিতে কিছু কারখানা স্বাস্থ্যবিধি এবং সামাজিক দুরত্ব বজায় রাখছে। তবে, বেশিরভাগই তা যথাযথভাবে মানছে না। ফলে, পোশাক শ্রমিকদের মাঝে করোনা সংক্রমণ দ্রুত ছড়িয়ে পড়ছে। ভালুকা উপজেলার অন্তত ১০টি কারখানায় শতাধিক শ্রমিক করোনায় আক্রান্ত হয়েছে। আক্রান্ত হয়ে এবং উপসর্গ নিয়ে শ্রমিকদের মৃত্যর ঘটনাও ঘটছে।পুরোপুরি বেতন না পেয়ে নানা সমস্যায় ভুগছে অনেকে। এর মাঝে ছাঁটাই আতঙ্ক নিয়ে কাজ করছে শ্রমিকরা।

তবে, শ্রমিকদের পর্যাপ্ত স্বাস্থ্য সুরক্ষা দিয়েই কারখানা চালু রাখার কথা জানিয়েছেন পোশাক কারখানার কর্মকর্তারা। শ্রমিকদের মাঝে করোনা সংক্রমণ ছড়িয়ে পড়ায় উৎকণ্ঠায় রয়েছে স্থানীয় বাড়িওয়ালারা।

পোশাক কারখানাগুলোতে করোনা সংক্রমণ মহামারি আকারে ছড়িয়ে পড়ার আগেই শ্রমিকদের স্বাস্থ্য সুরক্ষা নিশ্চিতে কার্যকর ব্যবস্থা নেয়া হবে বলে প্রত্যাশা করে সংশ্লিষ্টরা।

Share this post

scroll to top