ঢাকাSunday , 16 December 2018
  1. Correspondent
  2. English News
  3. আজকের ময়মনসিংহ
  4. আদালত
  5. আন্তর্জাতিক সংবাদ
  6. ইসলাম ও জীবন
  7. এক্সক্লুসিভ ময়মনসিংহ
  8. করোনা আপডেট
  9. করোনায় সহযোগীতা
  10. খেলার সংবাদ
  11. চাকুরী
  12. ছবি গ্যালারী
  13. জাতীয় অহংকার
  14. জাতীয় নির্বাচন ২০১৮
  15. জাতীয় সংবাদ
আজকের সর্বশেষ সবখবর

সেনবাগে জয়নুল আবেদিন ফারুকের মিছিলে আ’লীগের হামলা, আহত ২০

Link Copied!

নোয়াখালীর সেনবাগে বিএনপির বিজয় মিছিলের প্রস্তুতিকালে দলটির নেতাকর্মীদের ওপর হামলা চালিয়েছে আওয়ামী লীগের কর্মীরা। এ সময় বিএনপি অফিসে হামলা, ভাঙচুর, অগ্নিসংযোগ, উপজেলা চেয়ারম্যান আবুল কালাম আজাদ, উপজেলা বিএনপির সেক্রেটারী মোক্তার হোসেন পাটোয়ারীসহ ২০ জন আহত হয়েছেন।

আজ রোববার সকাল সাড়ে ৯টার দিকে এ হামলার ঘটনা ঘটে।

সূত্র জানায়, আজ সকাল ১০ টায় নোয়াখালী -২ আসনের সাবেক বিরোধী দলীয় চীফহুইপ, খালেদা জিয়ার উপদেষ্টা ও বিএনপি দলীয় সংসদ সদস্য প্রার্থী জয়নুল আবেদিন ফারুকের নেতৃত্বে শহীদ মিনারে ফুল ও বিজয় মিছিলের প্রস্তুতিকালে ২ শতাধিক অজ্ঞাত দুর্বৃত্তরা হামলা চালায়। গুরুতর আহতদেরকে বিভিন্ন ক্লিনিকে ভর্তি করা হয়েছে। আহতরা হলেন, বিএনপি নেতা উপজেলা চেয়ারম্যান আবুল কালাম আজাদ,উপজেলা বিএনপির সেক্রেটারী মোক্তার হোসেন পাটোয়ারী,পৌর বিএনপির সভাপতি জহিরুল ইসলাম লিটন, উপজেলা ছাত্রদলের সভাপতি সাহেব উদ্দিন রাসেল,পৌর বিএনপির সেক্রেটারী শহিদ উল্যাহ,জাকের হোসেন, রহিম উল্যা,নোমান হোসেন,আ: হান্নান সহ ২০ জন। অগ্নিসংযোগের পর পুলিশ ঘটনাস্হলে আসে এবং বিএনপি অফিসে তালা লাগিয়ে দেয়। দুর্বৃত্তা অফিস থেকে চেয়ার টেবিল, ব্যানার, ফেষ্টুন দলীয় কাগজপত্র বের করে শহরের প্রধান সড়কে আগুন ধরিয়ে দেয়। এসময় সাবেক বিরোধী দলীয় চীফহুইপ ও বিএনপি দলীয় সংসদ সদস্য প্রার্থী জয়নুল আবেদিন ফারুকের নির্বাচনীয় দুটি মাইক্রো চট্র মেট্রো- চ- ১১-১৩৮৩ ও ঢাকা মেট্রো চ-১১-৪৫৪৯ ভাংচুর করা হয়।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।