কোহলিকে বিদায় করে স্বস্তি অসি শিবিরে

পার্থ টেস্টের দ্বিতীয় দিনে অধিনায়ক বিরাট কোহলির সুবাদে ভালো সংগ্রহ দাঁড় করিয়েছিল ভারত। দিন শেষে তাদের সংগ্রহ ছিল ৩ উইকেটে ১৭২ রান। আর বিরাটের ৮২। আজ তৃতীয় দিন সকালে ব্যট করতে নেমে নিজের সেঞ্চুরি পূরণ করেছেন ভারত অধিনায়ক। ২১৪ বলে ১১ বাউন্ডারিতে শতক করেন তিনি। এটি তার টেস্ট ক্যারিয়ারের ২৫তম সেঞ্চুরি। তার সেঞ্চুরি অস্বস্তি বাড়িয়ে যাচ্ছিল অস্ট্রেলিয়ার। অবশেষে দলীয় ২৫১ রানে প্যাট কামিন্স বলে সাজঘরে ফিরেন তিনি। স্বস্তির সুবাতাস বয়ে যায় অসি শিবিরে।

কোহলির বিদায়ের পরই ভেঙে পরে ভারত শিবির। পর পর দুই উইকেটের পতন হয়। নাথান লিঁও’র জোড়া আঘাতে সাজঘরে ফিরেন মোহাম্মদ শামি (০) ও ইশান্ত শর্মা (১)। কিছুটা বিরতির পর লিঁও’র শিকার হন ঋসভ পান্ত।

এখন ভারতের সংগ্রহ ৯ উইকেটে ২৭৯ রান।

সকালে কোহলির সাথে জুটি বেঁধে ক্রিজে থাকা আজিঙ্ক রাহানে ফিরে যান শুরুতেই। তবে একপ্রান্ত আগলে ছিলেন কোহলি।

এর আগে গতকাল সকালে অস্ট্রেলিয়ার প্রথম ইনিংসের সমাপ্তি হয় ৩২৬ রানে।

Share this post

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *