মাদারীপুরে পিসিআর ল্যাব স্থাপনের দাবিতে মানববন্ধন, গণস্বাক্ষর ও স্মারকলিপি কর্মসূচী পালিত হয়েছে।
বুধবার (১৭ জুন) সকালে রাজৈর উপজেলার বেপারীপাড়া মোড়ে ঘন্টাব্যাপী রাজৈর উপজেলা সচেতন নাগরিকবৃন্দ এই কর্মসূচি পালন করে ।
মানববন্ধনকালে পিসিআর ল্যাব স্থাপনের দাবিতে বক্তব্য রাখেন কবিরাজপুর ছইফুদ্দিন কলেজের সহকারী অধ্যাপক কাওসার আলম মিঠু, ইমাম শাহরিয়ার, শাওন করিম ও সুজন হোসেন রিফাতসহ অন্যান্যরা।
বক্তারা জানান, করোনাভাইরাসে মাদারীপুরে প্রথম উদ্বেগজনক পরিস্থিতি তৈরি হলেও জেলায় নমুনা পরীক্ষার কোন ব্যবস্থা নেই। পরীক্ষার অভাবে কে করোনা বহন করে চলছে তা বোঝা যাচ্ছেনা, ফলে সতর্ক হওয়াও যাচ্ছেনা। এ অবস্থায় দিন দিন করোনা রোগীর সংখ্যা বৃদ্ধি পাচ্ছে।
বক্তারা অবিলম্বে করোনাভাইরাস টেস্টের জন্য মাদারীপুরে একটি পিসিআর ল্যাব স্থাপনের দাবি জানান।
প্রসঙ্গত, মাদারীপুরে এ পর্যন্ত করোনাভাইরাসে আক্রান্ত হয়ে ৭ জনের মৃত্যু হয়েছে। শনাক্ত হয়েছে ৩৫৩ জন।