করোনাভাইরাসে আক্রান্ত হয়ে বাংলাদেশ কেমিক্যাল ইন্ডাস্ট্রিজ কর্পোরেশনের (বিসিআইসি) সাবেক অতিরিক্ত প্রধান মেডিকেল কর্মকর্তা ডা. তৌফিকুন্নেছা মারা গেছেন। ডা. তৌফিকুন্নেছা ও তার স্বামী ডা. এ কে এম ফজলুর রশিদ ময়মনসিংহ মেডিকেল কলেজের সপ্তম ব্যাচের শিক্ষার্থী ছিলেন।
গতকাল সোমবার রাজধানীর আনোয়ার খান মডার্ন মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষনিঃশ্বাস ত্যাগ করেন।
ফাউন্ডেশন ফর ডক্টরস সেফটি রাইটস অ্যান্ড রেসপন্সসিবিলিটির (এফডিএসআর) যুগ্ম সম্পাদক ডা. রাহাত আনোয়ার চৌধুরী বিষয়টি নিশ্চিত করেছেন।
ডা. রাহাত আনোয়ার চৌধুরী জানান, করোনায় সারাদেশে এখন পর্যন্ত ৩৪ জন চিকিৎসকের মৃত্যু হয়েছে। এ ছাড়া, করোনা উপসর্গ নিয়ে মারা গেছেন ৫ জন। গতকাল রাত পর্যন্ত করোনায় আক্রান্ত হয়েছেন ১ হাজার ২০৭ জন চিকিৎসক।
ডা. তৌফিকুন্নেছার মৃত্যুতে বাংলাদেশ মেডিকেল অ্যাসোসিয়েশনের সভাপতি ডা. মোস্তফা জালাল মহিউদ্দিন এবং মহাসচিব ডা. মো. ইহতেশামুল হক চৌধুরী গভীর শোক প্রকাশ করেছেন।