বাংলাদেশ-ওয়েস্ট ইন্ডিজের মধ্যকার তিন ম্যাচের ওয়ানডে সিরিজে সর্বোচ্চ রান করেছেন সফরকারী দলের ওপেনার সাই হোপ। ৩ ম্যাচের ৩ ইনিংসে ২৯৭ গড়ে ২টি অপরাজিত সেঞ্চুরিসহ মোট ২৯৭ রান করেছেন তিনি। সিরিজের শেষ দুই ম্যাচে সেঞ্চুরি করেন তিনি। ঢাকায় দ্বিতীয় ওয়ানডেতে অপরাজিত ১৪৬ রান করেন হোপ। তার ব্যাটিং দৃঢ়তায় ৪ উইকেটে জয়ের পাশাপশি সিরিজে সমতা আনে ক্যারিবীয়রা। এরপর সিলেটে সিরিজ নির্ধারণী ম্যাচে অপরাজিত ১০৮ রান করেন হোপ। তবে তার এই সেঞ্চুরি বিফলে যায়। কারণ ম্যাচটি ৮ উইকেটে হেরে সিরিজ হাতছাড়া করে ক্যারিবীয়রা।
সিরিজে দ্বিতীয় সর্বোচ্চ রান সংগ্রাহক বাংলাদেশের তামিম ইকবালের। ৩ ইনিংসে ২টি হাফ সেঞ্চুরিতে ১৪৩ রান করেছেন তামিম। তৃতীয় থেকে পঞ্চম স্থান দখলে রেখেছেন বাংলাদেশের ব্যাটসম্যানরাই। মুশফিকুর রহিম ১৩৩, সৌম্য সরকার ১০৫ ও সাকিব আল হাসান ৯৫ রান করেন।
বাংলাদেশ-ওয়েস্ট ইন্ডিজ ওয়ানডে সিরিজে সর্বোচ্চ রান সংগ্রহকারী শীর্ষ পাঁচ ব্যাটসম্যান :
খেলোয়াড় ——————-ম্যাচ ——ইনিংস —–রান —-সর্বোচ্চ —গড় ——১০০ —৫০
শাই হোপ (ওয়েস্ট ইন্ডিজ) —-৩ ——–৩ ——–২৯৭ —-১৪৬* —২৯৭.০০ –২ ——০
তামিম ইকবাল (বাংলাদেশ) —৩ ———৩ ——–১৪৩ —–৮১* —৭১.৫০ —-০ ——-২
মুশফিকুর রহিম (বাংলাদেশ) –৩ ———-৩ ——–১৩৩ —–৬২ —–১৩৩.০০ -০ ——-২
সৌম্য সরকার (বাংলাদেশ) —-৩ ———-৩ ——–১০৫ —–৮০ —–৩৫.০০ –০ ——-১
সাকিব আল হাসান (বাংলাদেশ)-৩ ———-২ ———৯৫ —–৬৫ —–৪৭.৫০ –০ ——-১