নেত্রকোনায় বুকের ব্যথা, উচ্চ রক্তচাপ, কফ ও শ্বাসকষ্ট নিয়ে এক পুলিশ সদস্য (৫০) মারা গেছেন। তাঁর বাড়ি ময়মনসিংহের ভালুকায়। রোববার সকাল ১০টার দিকে নেত্রকোনা আধুনিক সদর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। মৃত্যুর পর করোনা সন্দেহে তাঁর নমুনা সংগ্রহ করা হয়।
ওই পুলিশ সদস্য শহরের কুড়পাড়া এলাকায় পুলিশ লাইনসের ট্রেজারি শাখায় কর্মরত ছিলেন।
পুলিশ সুপারের কার্যালয় সূত্রে জানা গেছে, কিছুদিন ধরে তাঁর উচ্চ রক্তচাপ ও শ্বাসকষ্টের সমস্যা ছিল। ভোররাত চারটার দিকে তিনি বুকের ব্যাথা ও শ্বাসকষ্ট অনুভব করেন। ওই সময় তাঁকে নেত্রকোনা আধুনিক সদর হাসপাতালে ভর্তি করা হয়। সকাল ১০টার দিকে তিনি সেখানে মারা যান।
নেত্রকোনা পুলিশ সুপার মো. আকবর আলী মুন্সী বলেন, ওই পুলিশ সদস্য শ্বাসকষ্টের কারণে ইনহেলার ব্যবহার করতেন। রোববার ভোররাতে তাঁকে সদর হাসপাতালে ভর্তি করা হলে সকালে মারা যান। তিনি আরও জানান, ৬ জুন তাঁর করোনা পরীক্ষা করা হয়, সেখানে প্রতিবেদনে নেগেটিভ আসে। মৃত্যুর সময় সামান্য কফ ও শ্বাসকষ্ট থাকায় তাঁর আবার নমুনা সংগ্রহ করা হয়েছে। সতর্কতা হিসেবে স্বাস্থ্যবিধি মেনে পুলিশ লাইনসে প্রথম জানাজা শেষে লাশ তাঁর গ্রামের বাড়িতে পাঠানো হয়। সেখানে দাফনকাজ সম্পন্ন হয়।