বাজেটে বিড়ি শিল্পের উপর ট্যাক্স বৃদ্ধির প্রতিবাদে দ্বিতীয় দিনের মতো ময়মনসিংহে মানববন্ধন কর্মসূচী পালিত হয়েছে। রবিবার সকালে বিড়ি শ্রমিক ফেডারেশনসহ কয়েকটি সংগঠনের উদ্যোগে নগরীর বাইপাস মোড়ে মহাসড়কের দু’পাশে ঘন্টাব্যাপী এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।
মানববন্ধন চলাকালে বক্তব্য রাখেন বিড়ি শ্রমিক ফেডারেশন জেলা শাখার সভাপতি আসাদুজ্জামান সুমন, সাধারন সম্পাদক হাফিজুর রহমান, প্রচার সম্পাদক আইয়ুব আলী ও সদস্য রবিন মিয়া প্রমূখ। মানববন্ধনে সহস্রাধিক বিড়ি শ্রমিক নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন।
বক্তারা বলেন, প্রস্তাবিত বাজেটে প্রতি প্যাকেট বিড়িতে ট্যাক্স বৃদ্ধি করা হয়েছে ৪ টাকা। যা শতকরা বৃদ্ধিহার ২৮.৫৭ %। অপরদিকে কমদামী সিগারেটে প্রতি প্যাকেটে দাম বৃদ্ধি হয়েছে মাত্র ২টাকা। যা শতকরা বৃদ্ধির হার মাত্র ৫.৪১ %।
সিগারেটের চেয়ে বিড়িতে প্যাকেট প্রতি ২টাকা বেশি এবং শতকরা ২৩.১৬% বেশি। এটি বিড়ি শিল্পের উপর চরম বৈষম্যমূলক আচরণ। এর ফলে বিড়ি ফ্যাক্টরী সংখ্যা কমে যাবে। করোনা পরিস্থিতিতে বেকার হয়ে পড়বে লক্ষ লক্ষ বিড়ি শ্রমিক। এছাড়াও নকল বিড়ি বিক্রয় বৃদ্ধি পাবে। সরকার রাজস্ব হারাবে।