নেত্রকোনায় লরির ধাক্কায় এনজিও কর্মী নিহত

Accidentনেত্রকোনার কলমাকান্দায় গ্রামীণ সড়কে বিপরীত দিক থেকে আসা ধান বোঝাই লরির ধাক্কায় ইজিবাইক উল্টে লাকি আক্তার (৩০) নামে এনজিওর এক কর্মী নিহত হয়েছেন। এ সময় ইজিবাইকে থাকা আরও পাঁচ যাত্রী আহত হয়েছেন। তারা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা নিচ্ছেন।

বৃহস্পতিবার (১১ জুন) দুপুর সোয়া ১টায় কলমাকান্দা-দুর্গাপুর সড়কের রামপুরে এ দুর্ঘটনা ঘটে। নিহত লাকি মোহনগঞ্জ উপজেলার তেঁতুলিয়া গ্রামের বাবুল মিয়ার মেয়ে। তিনি বেসরকারি সংস্থা পপি (এনজিও) নাজিরপুর ব্রাঞ্চের একজন মাঠকর্মী ছিলেন।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, একটি ব্যাটারিচালিত ইজিবাইক কলমাকান্দা অটো স্ট্যান্ড থেকে আট জন যাত্রী নিয়ে নাজিরপুর বাজারে যাচ্ছিল। এ সময় রামপুর এলাকায় বিপরীত দিক থেকে আসা একটি ধানবোঝাই লরির ধাক্কা দিলে ইজিবাইকটি উল্টে খাদে পড়ে যায়। ঘটনাস্থলেই একজন মারা যান। আর ইজিবাইকে থাকা পাঁচ জন আহত হন। খবর পেয়ে কলমাকান্দা থানা পুলিশ মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে যায়।

কলমাকান্দা থানার ওসি মিজানুর রহমান জানান, লরিটি ফেলে রেখে চালক পালিয়ে গেছেন। আমরা লরিটি থানায় নিয়ে এসেছি।

Share this post

scroll to top