দেশব্যাপী করোনার কারণে রেড, ইয়েলো, গ্রিনজোন হিসেবে ভাগ করলেও নেত্রকোনা জেলাকে স্থানীয় প্রশাসন কোনো জোনেই উল্লেখ করেনি।
এদিকে স্বাস্থ্যবিভাগ ইতিমধ্যেই ৫০ জেলাকে এসকল জোনে বিভাজন করেছেন। যা বিভিন্ন মাধ্যমে প্রকাশও পেয়েছে।
তবে নেত্রকোনা জেলা প্রশাসক মঈনউল ইসলাম জানিয়েছেন তারা কোন চিঠি এখনো পর্যন্ত পাননি।
এদিকে চিঠি না পেলেও স্থানীয়ভাবে তারা সিদ্ধান্ত নিয়েছেন, যে সকল উপজেলায় আক্রান্তের সংখ্যা বেশি সেই হিসেবের সংখ্যার গুরুত্ব অনুযায়ী প্রচারণা বাড়ানো হবে।
জেলায় ৯ জুন পর্যন্ত ৪৬০৩ জনের নমুনা সংগ্রহ করেছে স্বাস্থ্য বিভাগ। পরীক্ষা হয়েছে ৪২৮৮ জনের। তারমধ্যে শনাক্ত হয়েছে ২৮৮ জনের। আক্রান্ত হয়ে জেলায় মোট মৃত্যু হয়েছে ৪ জনের।
এদিকে জেলা শহরসহ বিভিন্ন এলাকায় মানুষের চলাচলে নেই কোন সাবধানতা। নারী পুরুষ কেউ মানছেন না কোনো বিধি নিষেধ। ক্যামেরা দেখলে বা পুলিশ দেখলে মুখে লাগাচ্ছেন মাস্ক। গ্রাম থেকে শহরে একই অবস্থা।