ময়মনসিংহের মুক্তাগাছায় করোনার উপসর্গ নিয়ে ওয়াজেদ মিয়া (৭১) নামে এক বৃদ্ধের মৃত্যু হয়েছে। তিনি শহরের নন্দীবাড়ি এলাকায় থাকতেন। রবিবার রাতে জ্বর-সর্দিতে তার মৃত্যু হয়। তিনি করোনায় আক্রান্ত ছিলেন কিনা তা নিশ্চি হওয়ার জন্য তার নমুনা সংগ্রহ করা হয়েছে। উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এ তথ্য নিশ্চিত করেছে।
মুক্তাগাছা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বিপ্লব কুমার বিশ্বাস জানান, সোমবার বেলা ২টায় নির্ধারিত নিয়ম পালনের মাধ্যমে মুক্তাগাছা পৌরসভার লক্ষীখোলা কেন্দ্রীয় গোরস্থানে ওই বৃদ্ধের মরদেহ দাফন করা হয়েছে। প্রসঙ্গত, মুক্তাগাছায় এ পর্যন্ত ১৪ জন করোনা রোগী শনাক্ত হয়েছে। এর মধ্যে ১২ জন সুস্থ হয়েছেন। মৃত্যু হয়েছে একজনের।