নেত্রকোনার মদন উপজেলার নায়েকপুর ইউনিয়নের গাবরতলা গ্রামের কৃষক আঙুর মিয়া হত্যা মামলার আসামিরা আত্মসমর্পণ করেছে।
রোববার সকালে আসামি গোলাম মোস্তফা, ফরিদ মিয়া, আলামীন, রফিক, আকিরসহ ৩৫ আসামি জেলা শহরের কুরপাড় এলাকায় মদন থানা পুলিশের কাছে আত্মসমর্পণ করে।
পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা গেছে, জেলার মদন উপজেলার গাবরতলা গ্রামের বাড়ির সামনে পুকুরে মাছ ধরা কেন্দ্র করে গত ১৫ এপ্রিল সকালে আঙুর মিয়ার ছেলে সজীবের সঙ্গে একই গ্রামের এখলাছ মিয়ার ছেলে জাকির হোসেনের ঝগড়া হয়। এরই জের ধরে ওই দিন দুপুরে দুপক্ষের মধ্যে সংঘর্ষ বাধে।
সংঘর্ষে আঙুর মিয়াসহ উভয়পক্ষের কমপক্ষে ২০ জন আহত হন। গুরুতর আহত আঙুর মিয়াকে মদন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়া হলে কর্তব্যরত চিকিৎসক উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করেন।
পরে ঢাকা নেয়ার পথে আঙুর মিয়া মারা যান। এ ঘটনায় নিহতের ভাই সাখের আহমেদ ঝুনু বাদী হয়ে ১৭ এপ্রিল ফারুক, মুখলেছ মিয়া, সাদ্দামসহ ৫০ জনের নাম উল্লেখ ও ৩০-৩৫ জন অজ্ঞাত আসামি করে মদন থানায় হত্যা মামলা করেন। ওই মামলায় ৩৫ জন আসামি রোববার সকালে মদন থানা পুলিশের কাছে আত্মসমর্পণ করে। পুলিশ তাদের গ্রেফতার দেখিয়ে আদালতে পাঠায়।
মদন থানার ওসি মো. রমিজুল হক জানান, তাদের আদালতে পাঠানো হয়েছে। এর আগে হত্যা মামলার আরও দুই আসামিকে গ্রেফতার করে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়।