লিবিয়ায় বাংলাদেশী হত্যা : ঢাকায় পাচারকারী গ্রেফতার

লিবিয়ায় অপহরণকারীদের গুলিতে নিহত ২৬ জন বাংলাদেশীকে মানব পাচারের সাথে জড়িত সন্দেহে ঢাকায় একজন আদম ব্যবসায়ী গ্রেফতার করেছে র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন র‌্যাব।

র‍্যাব-এর ৩ নম্বর ব্যাটালিয়নের একজন কর্মকর্তা সহকারী পুলিশ সুপার আবু জাফর মোঃ. রহমত উল্লাহ বিবিসিকে জানিয়েছেন গতরাতে ঢাকার শাহজাদপুর এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়েছে।

তিনি জানিয়েছেন, গ্রেফতারকৃত কামাল উদ্দিন আদম ব্যবসার সাথে জড়িত।

গত বৃহস্পতিবার যে ২৬ জন বাংলাদেশীকে লিবিয়ায় হত্যা করা হয় তাদের মধ্যে কয়েকজনকে কামাল উদ্দিন পাঠিয়েছিলেন বলে জানিয়েছেন রহমত উল্লাহ।

২৮ মে সকালে লিবিয়ার রাজধানী ত্রিপলি থেকে ১৮০ কিলোমিটার দক্ষিণে প্রত্যন্ত মিজদা অঞ্চলে মানব পাচারকারীদের কাছ থেকে অপহরণের শিকার হন ৩৮ জন বাংলাদেশি।

পরে অপহরণকারীদের গুলিতে ২৬ জন বাংলাদেশী নিহত হন। আহত হন আরো ১১ জন। র‍্যাবের এই কর্মকর্তা জানিয়েছেন কামাল উদ্দিন মানব পাচারকারীদের সাথে সম্পৃক্ত সন্দেহে তাকে গ্রেফতার করা হয়েছে।

এখন তাকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। তার পাসপোর্ট জব্দ করা হয়েছে।

সূত্র : বিবিসি

Share this post

scroll to top