ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীসহ আরো ৮ জনের শরীরে করোনাভাইরাস শনাক্ত হয়েছে। রোববার মধ্য রাতে স্বাস্থ্য বিভাগ এ তথ্য নিশ্চিত করে। এ নিয়ে উপজেলায় আক্রান্তের সংখ্যা দাঁড়ালো ৩১ জনে।
গত দুইদিনে ঈশ্বরগঞ্জ স্বাস্থ্য বিভাগ কর্তৃক সংগ্রহকৃত ৩৭ টি নমুনা ময়মনসিংহ মেডিকেল কলেজের মাইক্রোবায়োলজি বিভাগে পাঠানো হয়। পূর্বে আক্রান্ত একজন রোগীর সংস্পর্শে আসা স্বজন সহ ৩৭ জনের নমুনা সংগ্রহ করা হয়। নমুনা পরীক্ষার ফলাফল রোববার মধ্যরাতে প্রকাশ করা হয়। এতে ঈশ্বরগঞ্জের ৮ জনের শরীরে করোনা শনাক্ত হয়। রোববারের পরীক্ষায় ময়মনসিংহ জেলায় নতুন আরো ১৬ জনের শরীরে করোনা শনাক্ত হয়েছে।
উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. নূরুল হুদা খান জানান, আক্রান্তদের মধ্যে ২ জন নারী ও ৬ জন পুরুষ। আক্রান্তদের বয়স ১৪ থেকে ৬০। আক্রান্ত সবার সাথে হাসপাতাল থেকে যোগাযোগ করা হয়েছে, সবাই বর্তমানে উপসর্গবিহীন এবং হোম আইসোলেশনে আছেন। আক্রান্ত ব্যক্তিদের সার্বিক তত্ত্বাবধানে স্বাস্থ্য বিভাগের করোনা টিম তাদের বাড়িতে যাবে।