ঢাকাSunday , 31 May 2020
  1. Correspondent
  2. English News
  3. আজকের ময়মনসিংহ
  4. আদালত
  5. আন্তর্জাতিক সংবাদ
  6. ইসলাম ও জীবন
  7. এক্সক্লুসিভ ময়মনসিংহ
  8. করোনা আপডেট
  9. করোনায় সহযোগীতা
  10. খেলার সংবাদ
  11. চাকুরী
  12. ছবি গ্যালারী
  13. জাতীয় অহংকার
  14. জাতীয় নির্বাচন ২০১৮
  15. জাতীয় সংবাদ
আজকের সর্বশেষ সবখবর

ভালুকায় দুই পুলিশ কনস্টেবলসহ ৮ জন করোনায় আক্রান্ত

Link Copied!

Corona-Mymensingh district--Zilla--Updateময়মনসিংহের ভালুকা উপজেলায় দিন দিন বেড়েই চলছে করোনা (কোভিড-১৯) আক্রান্ত রোগীর সংখ্যা। গত ২৪ ঘণ্টায় নতুন করে দুই পুলিশ কনস্টেবলসহ ৮ জনের দেহে করোনা ভাইরাস শনাক্ত হয়েছে।

ময়মনসিংহ মেডিকেল কলেজের মমেকের পিসিআর ল্যাব থেকে নমুনা পরীক্ষায় শনিবার (৩০ মে) রাতে তাদের রক্তে করোনা পজিটিভ ধরা পড়েছে।

রবিবার (৩১ মে) দুপুর পৌনে ১টার দিকে ভালুকা উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা সোহেলী শারমিন বলেন, গত শুক্রবার (২৯ মে) রাতে পুলিশ কনস্টেবল সিদ্দিকুর রহমানসহ ৩ জনের করোনা শনাক্তের পরদিন শনিবার (৩০ মে) পুলিশ কনস্টেবল মো. বিজয় ও পুলিশ কনস্টেবল হাবিবুর রহমান, ভালুকা উপজেলার হবিরবাড়ী ইউনিয়নের জামিরদিয়া পিএ নিট টেক্সটাইলের সিনিয়র প্রোডাকশন অফিসার মহিউদ্দিন, জামিরদিয়া এলাকার আব্দুল কাদের, ভালুকা সায়েদ আলী, ভালুকা অর্জুন চক্রবর্তী, উপজেলার হবিরবাড়ী ইউনিয়নের স্কয়ার টেক্সটাইলের ওসমান গনি, ও ভালুকা পৌরসভার ১ নম্বর ওয়ার্ডের মিস পপি আক্তারের শরীরে করোনা পজিটিভ ধরা পড়ে। তারা নিজ নিজ বাড়িতে আইসোলেশনে রয়েছে।

তিনি আরও বলেন, গত ২৪ ঘণ্টায় নতুন ৮ জনের শরীরে করোনা পজিটিভ এসেছে। এ নিয়ে উপজেলায় মোট আক্রান্তের সংখ্যা ৪৭ জন। এদের মধ্যে আবু হানিফ নামের একজনের মৃত্যু হয়েছে বলে তিনি জানিয়েছেন।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।