ময়মনসিংহে করোনা শনাক্তের সর্বোচ্চ রেকর্ড আজ: জেলায় ৬২ জন

Corona-Mymensingh-Update

আজ ময়মনসিংহ মেডিকেল কলেজের পিসিআর ল্যাবের ২টি মেশিনে ২৮৮ নমুনা পরীক্ষায় ৬২ জনের করোনা শনাক্ত হয়েছে, যা একদিনে পজিটিভ হওয়ার সর্বোচ্চ রেকর্ড।

এই ৬২ জনই ময়মনসিংহ জেলার এবং একদিনে পজিটিভ হওয়ার সর্বোচ্চ রেকর্ড।

এর মধ্যে ময়মনসিংহ সদরের ৬ জন, ময়মনসিংহ মেডিকেলের এক চিকিৎসকসহ ১৮ জন স্বাস্থ্যকর্মী, ধোবাউড়া উপজেলায় ১৫ জন, ভালুকায় এক চিকিৎসক ও ৬ ইন্ডাষ্ট্রিয়াল পুলিশসহ ১৫ জন, ফুলপুর উপজেলায় এক চিকিৎসকসহ ৬ জন, গৌরীপুর একজন ও ঈশ্বরগঞ্জে একজনসহ জেলায় ৬২ জন রয়েছে।

এনিয়ে ময়মনসিংহ বিভাগে আক্রান্ত ৯৭০ জনের মধ্যে ময়মনসিংহ জেলায় ৪৬৭ জন, জামালপুর জেলায় ২০৩ জন, নেত্রকোনা জেলায় ২১৬ জন এবং শেরপুর জেলায় ৮৪ জন। এখন পর্যন্ত সুস্থ্য হয়ে বাড়ি ফিরেছেন আজ ৩১ জনসহ ৩৬৮ জন।

এছাড়া আরো ৪ জনের পজিটিভ রিপোর্টের মধ্যে ৩ জনের ফলোআপ পজিটিভ এবং অপর একজন গাজীপুর জেলার শ্রীপুরের।

বিভাগের চার জেলায় সর্বমোট মারা গেছেন ১৩ জন।

Share this post

scroll to top