করোনাভাইরাসে (কোভিড-১৯) আক্রান্ত হয়ে রাজধানীর সানবিমস স্কুলের অধ্যক্ষ নিলুফার মঞ্জুর মারা গেছে। ঢাকার সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচে) চিকিৎসাধীন অবস্থায় সোমবার রাতে তিনি মারা যান।
বিষয়টি নিশ্চিত করে মেট্রোপলিটন চেম্বার অব কর্মাস অ্যান্ড ইন্ডাস্ট্রির (এমসিসিআই) সভাপতি ব্যারিস্টার নিহাদ কবির জানান, সোমবার রাত ১২টা ৫৫ মিনিটে দিকে নিলুফার মঞ্জুর শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। এ বিষয়ে পরে বিস্তারিত জানানো হবে।
নিলুফার মঞ্জুর দেশের অন্যতম বৃহৎ শিল্প প্রতিষ্ঠান এপেক্স গ্রুপের চেয়ারম্যান ও তত্ত্বাবধায়ক সরকারের সাবেক উপদেষ্টা সৈয়দ মঞ্জুর এলাহীর স্ত্রী। তিনি সানবিমস স্কুলের প্রতিষ্ঠাতা অধ্যক্ষ।