ময়মনসিংহ মেডিকেলের ১৫জনসহ বিভাগে করোনায় নতুন আত্রান্ত ৩৪ জন

corona-updateময়মনসিংহ মেডিকেল কলেজে স্থাপিত পিসিআর ল্যাবে শনিবার ২৬ জন এবং অপরদিকে জামালপুরে করোনা পরীক্ষার আরটি পিসিআর ল্যাবে ৮ জনের শরীরে কোভিড-১৯ শনাক্ত হয়েছে। তাদের মধ্যে ডাক্তার, নার্স, ল্যাব টেকন্যাশিয়ানও রয়েছেন। আক্রান্তদের মধ্যে ময়মনসিংহ জেলায় ১৯ জন, নেত্রকোনা জেলায় ৫ জন, শেরপুর জেলার ২জন রয়েছেন।

ময়মনসিংহে আক্রান্ত ১৯ জনের মধ্যে আবারো ময়মনসিংহ মেডিকেলের ১ ডাক্তারসহ মোট ১৫জন, সদরের ২জন, ঈশ্বরগঞ্জের ১জন, ধোবাউড়ার ১জন রয়েছেন। নেত্রকোনা জেলার ৫জনের মধ্যে কেন্দুয়ারই ৪জন, আরেকজন মোহনগঞ্জের। এছাড়া শেরপুর জেলার শ্রীবরর্দী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের এক চিকিসৎসক ও এক ওয়ার্ডবয়সহ ২জন আক্রান্ত হয়েছেন। অপরদিকে জামালপুর জেলা সদরের ৪জন, বকশীগঞ্জের ২জন, দেওয়ানগঞ্জের ১জন ও সরিষাবাড়িতে ১জনসহ জেলায়-৮ করোনা পজিটিভ শনাক্ত হয়েছে।

ঈশ্বরগঞ্জে আক্রান্তের বাড়ি সদরের কাঁকনহাটি এলাকায়। তিনি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আউটসোর্সিং এর মাধ্যমে আয়া হিসেবে নিযুক্ত আছেন।

এনিয়ে ময়মনসিংহ বিভাগে আক্রান্ত ৮৩৮জনের মধ্যে ময়মনসিংহ জেলায় ৩৮০জন, জামালপুর জেলায় ১৮৪ জন, নেত্রকোনা জেলায় ২০৭জন এবং শেরপুর জেলায় ৭৮ জন রয়েছেন।

Share this post

scroll to top