শেরপুর জেলার সদর উপজেলার ১৪টি ইউনিয়নে সদর উপজেলা পরিবার পরিকল্পনা বিভাগের আয়োজনে গর্ভবতী মা সমাবেশ ও মাঠ দিবস সমাপনী অনুষ্ঠিত হয়েছে। বুধবার (২০ মে) সকাল ১১টায় ১২নং কামারিয়া ইউনিয়ন ও ৭নং ভাতশালা ইউনিয়নে কার্যক্রমের মধ্যদিয়ে শেষ হয় বিশেষ এ দিবস।
করোনা পরিস্থিতির কারণে শেরপুর সদর উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা (ভারপ্রাপ্ত) ডা. শারমিন রহমান অমির নেতৃত্বে সদর উপজেলার কামারিয়া ইউনিয়ন ও ভাতশালা ইউনিয়নের বিভিন্ন গ্রাম ও পাড়া মহল্লায় মাঠ দিবসে গর্ভবতী মায়েদের স্বাস্থ্য পরীক্ষা করে ঔষধপত্র দেয়া হয়। মা সমাবেশ ও মাঠ দিবসে প্রত্যেক গর্ভবতী মাকে ডা. শারমিন রহমান অমির ব্যক্তিগত তহবিল থেকে প্রত্যেককে ঈদ উপহার হিসেবে ১টি করে শাড়ি বিতরণ করা হয়।
এ সময় অন্যান্যের মধ্যে ইন্টার্নি ডা. মোঃ মজনু মিয়া, ডা. আবু সায়েম, ডা. মুহাইমিনুল ইসলাম শান্ত, ডা. রকিবুল হাসান রোকন, পরিবার পরিকল্পনা পরিদর্শক মোঃ সাজ্জাদুর রহমান, শফিকুল ইসলাম, সিরাজুল ইসলাম, শরিফ উদ্দিন আহম্মেদ, নার্স মিথিলা আক্তার উপস্থিত ছিলেন।