চিকিৎসা সেবা নাগরিকদের দোরগোড়ায় পৌঁছে দিতে ময়মনসিংহ নগরীতে চালু হয়েছে টেলিমেডিসিন কার্যক্রম। বুধবার দুপুরে ময়মনসিংহ সিটি কর্পোরেশনে টেলিমেডিসিন সেন্টারের উদ্বোধন করেন সিটি মেয়র মো. ইকরামুল হক টিটু।
ময়মনসিংহ সিটি কর্পোরেশনের ৩৩টি ওয়ার্ডের অভ্যন্তরে বসবাসরত নাগরিকগণ এই সুবিধা পাবেন। শনিবার থেকে বৃহস্পতিবার সকাল ৯টা থেকে বিকেল ৫টা পর্যন্ত সেবা দেয়া হবে। হট লাইন (০১৮৩৯-৩৮২৫৬২) ফোন করে সেবা পাওয়া যাবে।
জানা গেছে, করোনা মহামারিতে দেশের সব সরকারি-বেসরকারি হাসপাতাল ও ক্লিনিকগুলোতে সাধারণ রোগের চিকিৎসাসেবা প্রাপ্তিতে জনসাধারণকে মারাত্মক ভোগান্তি পোহাতে হচ্ছে। এমতাবস্থায় ময়মনসিংহে চিকিৎসা সেবাকে নাগরিকদের দোরগোড়ায় পৌঁছে দিতে ময়মনসিংহ সিটি কর্পোরেশনের উদ্যোগে ‘মাই ডক্টর হোম হেলথ কেয়ার সার্ভিসেস’ এর সহায়তায় টেলিমেডিসিন কার্যক্রম শুরু হয়েছে।