ফ্রান্সের স্টার্সবুর্গ ক্রিসমাস মার্কেটে ক্রেতাদের ওপর নির্বিচারে বন্দুক হামলায় তিনজন নিহত ও ১২ জন আহত হয়েছেন। মঙ্গলবার সন্ধ্যায় এ ঘটনা ঘটে। ব্রিটেনের ইন্ডিপেন্ডেন্ট পত্রিকা এ খবর জানিয়েছে।
এর আগে নগর মেয়র রোনাল্ড রিয়েস জানিয়েছিলেন, এই ঘটনায় চারজন নিহত ও বেশ কয়েকজন আহত হয়েছেন।’
পুলিশ জানায়, ‘২৯ বছর বয়সী হামলাকারীর বিরুদ্ধে আগেও সন্ত্রাসী কার্যক্রমের সাথে জড়িত থাকার প্রমাণ পাওয়া গেছে। একজন সৈন্যর সাথে গুলি বিনিময়ের সময় সে আহত হয়েছে। তবে পুলিশ এখনো তার সন্ধান পাচ্ছে না।’
স্বরাষ্ট্রমন্ত্রী ক্রিস্টোফার কাস্টনার এক বিবৃতিতে জানান, ‘বন্দুকধারী শহরের তিনটি স্থানে প্রকাশ্যে গুলি চালিয়েছে। এরপর টহল সেনাদের সাথে তার গোলাগুলি হয়।’
ওই ঘটনার পর বন্দুকহামলাকারী দ্রুত একটি টেক্সিতে উঠে পালিয়ে যায় বলে ফ্রান্সের একটি মিডিয়া জানায়।