ময়মনসিংহে অস্বাস্থ্যকর পরিবেশে পণ্য উৎপাদন করায় ৯০ হাজার টাকা জরিমানা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। মঙ্গলবার (১৯ মে) দুপুরে ময়মনসিংহ সদরের ধোপাখলা ও চর ঈশ্বরদীতে এ অভিযান পরিচালনা করেন ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের ময়মনসিংহ জেলা কার্যালয়ের সহকারী পরিচালক নিশাত মেহের।
এসময় কেমিক্যালের ব্যবহার, আচারের ড্রামে তেলাপোকা-টিকটিকি থাকা, অস্বাস্থ্যকর পরিবেশ, ভুলভাবে উৎপাদন ও মেয়াদোত্তীর্ণের তারিখ না উল্লেখের কারণে নগরের ধোপাখলা এলাকার নূরনবী ফুড প্রোডাক্টসকে ৬০ হাজার টাকা এবং মেয়াদ উল্লেখ না করা ও অস্বাস্থ্যকর পরিবেশে সেমাই তৈরি করায় চর ঈশ্বরদী এলাকার মাশাল্লাহ কারখানাকে ৩০ হাজার টাকা জরিমানা করা হয়।