নারায়ণগঞ্জের আড়াইহাজারে পেটে রড ঢুকে ময়মনসিংহের এক নির্মাণ শ্রমিকের মৃত্যু হয়েছে। নিহত নির্মাণ শ্রমিকের নাম সাদেক আলী(৩৮)। তিনি ময়মনসিংহ জেলার গৌরিপুরের কাউরা এলাকার রাশেদ মিয়ার ছেলে।
বুধবার বেলা ১২টার দিকে উপজেলার গহরদী এলাকায় এ ঘটনা ঘটে বলে আড়াইহাজার থানার পরিদর্শক (তদন্ত) আমির হোসেন জানান।
স্থানীয়দের বরাতে পরিদর্শক আমির বলেন, “সাদেক গহরদী এলাকায় একটি ভবন নির্মাণের কাজ করছিলেন। এক পর্যায়ে অসাবধানতা বসত তিনি মাচা থেকে ছিঁটকে নিচে পড়ে যান। এ সময় ভবন নির্মাণের রাখা রড তার পেটে ঢুকে যায়। ”
পরে তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে সেখানে কর্তব্যরত চিকিৎসকেরা সাদেককে মৃত ঘোষণা করেন বলে জানান তিনি।
আড়াইহাজার থানার উপ-পরিদর্শক (এসআই) আসাদ তালুকদার বলেন, লাশ উদ্ধার করা হয়েছে। এ বিষয়ে পরিবারের পক্ষ থেকে মামলা দায়ের প্রস্তুতি চলছে।